শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আফগানিস্তানকে ৩১ মিলিয়ন ডলার সহায়তা দিল চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০০

আফগানিস্তানকে ৩১ মিলিয়ন ডলার সহায়তা দিল চীন

খাদ্য, করোনাভাইরাসের ভ্যাকসিনসহ আফগানিস্তানকে ৩১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বুধবার এক বৈঠকে আফগানিস্তানের জন্য সহায়তা দেওয়ার ঘোষণা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এই সহায়তা দেওয়ার আগেই বলা হয়েছিলো, আফগানিস্তানে সদ্য ঘোষিত তালেবান সরকারের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে প্রস্তুত বেইজিংয়ের। নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা আফগানিস্তানে ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার জন‌্য প্রয়োজনীয় পদক্ষেপ’ ছিলো বলেও মন্তব‌্য করে চীন।

এদিকে, আফগানিস্তানের বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া থেকে অনেক দূরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানিয়েছে চীন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top