• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ইউক্রেন সীমান্তে ৪০ হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ২০:০৬

ইউক্রেন সীমান্তে ৪০ হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো

পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক জোটের দেশগুলোর নিরাপত্তা বাড়াতে আরও ৪০ হাজার সৈন্য মোতায়েন করা হবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাস পূর্তিতে ন্যাটো সামরিক জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে জোটের মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউক্রেনের প্রতিবেশী দেশ বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়ায় ন্যাটো সেনা বহর মোতায়েন করা হবে।

দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য ন্যাটো প্রস্তুত জানিয়ে জোটের মহাসচিব বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউরোপে নিরাপত্তার মানচিত্র আমূল বদলে গেছে। প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে ন্যাটো সহায়তা দেবে বলেও জানান তিনি।

এছাড়া রাশিয়াকে আর্থিক বা সামরিক সহযোগিতা না দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো।

সূত্র : বিবিসি বাংলা

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top