ইউক্রেনকে খাদ্য সহায়তা দেবে যুক্তরাজ্য
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ২১:০৭
                                        ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানে বর্তমানে দেশটির প্রায় ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৩ লাখ শিশু গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়া অনেক শহরে খাবার ও পানি সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় ইউক্রেনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোতে বিপুল পরিমাণ খাদ্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
শনিবার (২৬ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ২৫টি ট্রাক ভর্তি করে ২ দশমিক ৬ মিলিয়ন ডলারের শুকনো খাবার, টিনজাত পণ্য ও পানি পাঠানো হবে। পোল্যান্ড ও স্লোভাকিয়া থেকে এসব খাদ্য পাঠানো হবে।
ব্রিটিশ পররাষ্ট্র দফতরের মানবিক সহায়তা বিষয়ক উপদেষ্টা অ্যালিস হুপার এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য এই সহায়তার প্রয়োজন রয়েছে। অবরুদ্ধ এলাকাগুলোতে বহু মানুষ খাবার বা পানি ছাড়াই বেসমেন্টে আটকা পড়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ইউক্রেন যুক্তরাজ্য খাদ্য সহায়তা

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।