• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মানব পাচারকারীদের ধরতে ইউরোপজুড়ে অভিযান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ০৪:১৯

মানব পাচারকারীদের ধরতে ইউরোপজুড়ে অভিযান

মানবপাচারকারীদের বিরুদ্ধে ইউরোপজুড়ে অভিযান শুরু করেছে মহাদেশটির অন্তর্ভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা বাহিনী ইউরোপোল। অভিযানে মহাদেশের ২৮টি দেশের ২২টি থেকে ইতোমধ্যে প্রায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপোলের বিবৃতির বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৩ জুন থেকে শুরু হয়েছে এই অভিযান। ইউরোপোলের প্রায় ২২ হাজার ৫০০ কর্মকর্তা সরাসরি এই অভিযানে অংশ নিচ্ছেন।

ইইউয়ের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সও সহযোগী বাহিনী হিসেবে যোগ দিয়েছে অভিযানে। রয়টার্সের প্রতিবেদেনে বলা হয়েছে, গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ইউরোপের প্রধান জল ও স্থল প্রবেশপথগুলোতে অন্তত ১০ লাখ মানুষ ও ২ লাখ যানবাহনে তল্লাশি চালিয়েছে ইউরোপোল ও ফ্রন্টেক্স যৌথ বাহিনী।

সেই তল্লাশি থেকে মানবপাচারের শিকার ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

বসনিয়া-হার্জিগোভিনা, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া, ইউক্রেনসহ ইইউয়ের বাইরের ১৫টি দেশষ এই অভিযানে সার্বিক সহযোগিতা দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top