• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিউজিল্যান্ডে রেকর্ড ছাড়াচ্ছে করোনায় মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৩:৪১

নিউজিল্যান্ডে রেকর্ড ছাড়াচ্ছে করোনায় মৃত্যু

নিউজিল্যান্ডে করোনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বাড়ায় বয়স্ক জনগোষ্ঠী বেশি হারে আক্রান্তের কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, করোনার প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চে ১১৫ জনের মৃত্যু হয়েছে। অথচ চলতি বছরের ১৬ জুলাই থেকে সাত দিনে ভাইরাসজনিত মৃত্যুর সংখ্যা ১৫১ এ পৌঁছেছে।

মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬ মারা গেছেন, যাদের বয়স ৬০ এর বেশি।

নিউজিল্যান্ডে করোনার বর্তমান তরঙ্গের জন্য দায়ী ওমিক্রনের বিএ.৫ সাব-ভ্যারিয়েন্ট। গত সাত দিনে দেশটিতে ৬৪ হাজার ৭৮০ জন আক্রান্ত হয়েছে। অবশ্য কর্তৃপক্ষ বলছে অনেক সংক্রমণই রিপোর্ট করা হয়নি।

করোনা মহামারি শুরুর পর নিউজিল্যান্ডকে কোভিড সংক্রমণ প্রতিরোধের জন্য মডেল হিসাবে বিবেচনা করা হয়েছিল। মহামারি প্রতিরোধে দেশটির নিউজিল্যান্ডের দ্রুত প্রতিক্রিয়া গত বছরের শেষ পর্যন্ত এটিকে ভাইরাস থেকে মুক্ত রাখে। জনগণকে ব্যাপকভাবে টিকা দেওয়ার পরে সরকার এই বছর তার শূন্য-কোভিড নীতি বাদ দিয়েছে। তারপর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করেছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top