• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভারতে বিহারে ছট পুজায় পানিতে ডুবে প্রাণ গেল ৫৩ জনের

রায়হান রাজীব | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ২৩:১১

ছট পুজায় পানিতে ডুবে মৃত্যু ৫৩ জনের

উৎসবের আনন্দের মধ্যে শোকের ছায়া ভারতের বিহারে। চার দিন ব্যাপি ছট পূজায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বিহারের একাধিক নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পূণ্যার্থীদের, একথা জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দিওয়ালি শেষ হতেই গোটা বিহার মেতেছিল ছট পূজায়। চার দিন ধরে ছট পূজা পালন করেন সাধারণ মানুষ। তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোকের ঘটনা। মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৩০ অক্টোবর পুর্নিয়া জেলায় ডুবে মারা গিয়েছে ৫ জন, অন্য দিকে পটনা, মুজফ্ফরপুর, সমস্তিপুর এবং সহর্সতে ৩ জন করে মারা গিয়েছেন। গয়া , বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। উৎসবের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন।

উৎসবের মধ্যে রাজ্যের ৫৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। এইসঙ্গে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। দ্রুত মৃতদের পরিচয় শনাক্ত করে পরিবারগুলিকে ক্ষতিপূরণ পৌঁছে দিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন নীতীশ কুমার।

কর্মকর্তারা জানান, আসলে নদী বা জলাশয়ে পানির মধ্যে দাঁড়িয়ে ছট পূজা করতে হয়। আর নদী বা জলাশয়ে সেসময় প্রচণ্ড ভিড় হয়। পা রাখারও জায়গা থাকে না। এই অবস্থায় ছট করতে গিয়েই রাজধানী পাটনাসহ বিভিন্ন জায়গায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পিটিআই’র

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top