• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


স্বর্ণের আমদানিশুল্ক কমালো ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩, ০৯:৪০

সংগৃহীত

ব্যাপকভাবে বাড়তে থাকা চোরাচালানে লাগাম দিতে স্বর্ণের আমদানিশুল্ক কমাচ্ছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বর্ণের আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় শীর্ষ ক্রেতাদেশ ভারত। ব্যাপক চাহিদা থাকায় আগেও দেশটির বাজারে আমদানির পাশপাশি চোরাই পথেও স্বর্ণ আসত, কিন্তু করোনা মহামারি শুরুর পর থেকে স্বর্ণ চোরাচালানে রীতিমতো উল্লম্ফণ ঘটেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে— চোরা কারবারিদের দৌরাত্ম্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ আমদানিকারকরা।

আরও পড়ুন: ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান : পরিবেশ অধিদপ্তর

ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘কেন্দ্রীয় সরকার বেশ ভালোভাবেই অবগত যে, বর্তমান বাজার পরিস্থিতির সাপেক্ষে ভারতে স্বর্ণের আমদানি শুল্ক খুবই উচ্চ এবং এই কারণে আমদানিকারকরা চাপের মধ্যে আছেন। এই সমস্যা সমাধানে নতুন শুল্ককাঠামো ঘোষণা করা হবে এবং শিগগিরই তা হবে।’

২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ভারতে স্বর্ণ আমদানির শুল্ক ছিল ৭ দশমিক ৫ শতাংশ; কিন্তু ওই বছর জুলাই মাসে এই হার আরও ১২ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে দেয় সরকার। বর্তমানে দেশটিতে স্বর্ণের আমদানির শুল্কহার ১৮ দশমিক ৪৫ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের অপর কর্মকর্তা বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি শুল্কের হার ১২ শতাংশের কম রাখার সুপারিশ করেছি। আশা করছি বাণিজ্য মন্ত্রণালয় শিগগিরই সে অনুযায়ী পদক্ষেপ নেবে।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top