• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে চীন: সিআইএ প্রধান

রাজিউর রাহমান | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ২২:২০

সিআইএ প্রধান

ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য চীন প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান উইলিয়াম বার্নস। রোববার সিবিএসের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। খবর আনাদোলু এজেন্সির।

সিআইএ পরিচালক বার্নস বলেন, আমরা নিশ্চিত যে চীনা নেতৃত্ব রাশিয়াকে প্রাণঘাতী সরঞ্জাম প্রদানের বিষয়টি বিবেচনা করছে। অবশ্য তিনি বলেন, চীন রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জামের চালান পাঠিয়েছে- এমন কিছুর প্রমাণ আমরা এখনও পাইনি।' বার্নস বলেন, চীন এমন কোনো পদক্ষেপ নিলে সেটি হবে 'খুবই ঝুঁকিপূর্ণ' ও 'অবিবেচনাপ্রসূত'।

আর চীনের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ এলে তার পরিণতি কী হতে পারে সে বিষয়টি পরিষ্কার করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সিআইএ প্রধান।

এর আগে মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে চীনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ আনেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। এদিকে, যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ নাকচ করে উল্টো ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করছে বেইজিং।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top