• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দ. কোরিয়ার প্রতি ইরানের নতুন শর্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১, ১৫:১৯

ইরানের আটক করা দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ এমটি হ্যানকুক চেমি

পারস্য উপসাগরে আটক করা দক্ষিণ কোরিয় জাহাজের বিনিময়ে দেশটির ব্যাংকে গচ্ছিত অর্থ ফেরত চেয়েছে ইরান। সোমবার দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী চোই জং কুন-এর নেতৃত্বে রাজধানী তেহরানে অনুষ্ঠিত দু’দেশের বৈঠকে এ প্রস্তাব দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাওয়াদ জারিফ।

জারিফ জানান, পারস্য উপসাগরে ইরানী বাহিনীর আটক জাহাজের বিষয়ে সুরাহা করবে তার দেশের আদালত। তবে করোনা কালে দক্ষিণ কোরিয়ার উচিৎ জব্দ করা ইরানের অর্থ ছেড়ে দেয়া। জবাবে চোই বলেন, সিউল বিষয়টি সমাধানে আগে থেকেই আন্তরিক আছে। পাশাপাশি, আটক জাহাজ এবং ক্রুদের তাড়াতাড়ি ছেড়ে দেয়ার অনুরোধও জানান দক্ষিণ কোরিয়ার ‍উপ-পরাষ্ট্রমন্ত্রী।

গেল সপ্তাহে পরিবেশ দূষণের অভিযোগে পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ ’এমটি হ্যানকুক চেমি’ আটক করে ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড বাহিনী। আটক জাহাজ ছাড়িয়ে নিতে রোববার তেহরানে আসে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি।

২০১৮ সালের মে মাসে, বিশ্বের পরাশক্তিগুলোর সাথে ইরানের করা পরমানু চুক্তি থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় আমেরিকাকে সহযোগিতার অংশ হিসেবে ইরানের ৭ বিলিয়ন ডলার গচ্ছিত অর্থ আটকে দেয়  দক্ষিণ কোরিয়ার ব্যাংক।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top