বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয়: নরেন্দ্র মোদি
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৪, ১৭:৩৫
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতবাসী উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।
২০১৪ সালে ভারতের ক্ষমতায় আসে বিজেপি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির টানা ১১তম ভাষণ। নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী থাকবে। আমরা আশা করি, শিগগিরই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। তখন ঢাকাসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি বলেছে, বাংলাদেশের ৬৪ জেলার ৫২টিতেই সাম্প্রদায়িক হামলার ও সহিংসতার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এতে সরকার গঠনের মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার, পরবর্তীতে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।