ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত ইসরায়েল, ভাঙল শতবর্ষের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮
ইসরায়েলের উত্তরাঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাতে নেমে এসেছে বিপর্যয়। এক শতাব্দীরও বেশি সময়ের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে দেশটির নাহারিয়া শহর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাহারিয়ায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি সেপ্টেম্বর মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড। এর আগে ১৯৩২ সালের ১২ সেপ্টেম্বর জেরুজালেমের কাছে গুশ এৎজিওনে ৯৫.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
অতিবৃষ্টির কারণে নাহারিয়ার গা'আতোন খালের পানি দ্রুত বেড়ে গিয়ে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তর উপকূলীয় সমভূমি, কারমেল অঞ্চল এবং পশ্চিম গ্যালিলিতে।
ড্রেনেজ সমস্যা ও পানি দূষণের কারণে হাইফার সৈকতে সাঁতার কাটায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।