কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০০

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৮টায় প্রেসক্লাব সংলগ্ন উপজেলা প্রশাসন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থী, আনসার ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এদিকে বিজয় দিবস উপলক্ষে আগের দিন সন্ধ্যা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।

মহান বিজয় দিবসকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top