রাশিয়া থেকে ফিরে উত্তর কোরীয় সেনাদের সংবর্ধনা, ‘বীর’ আখ্যা দিলেন কিম জং উন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫
রাশিয়ায় দায়িত্ব পালন শেষে দেশে ফেরা উত্তর কোরীয় সেনাদের সংবর্ধনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় তিনি তাদের ‘বীর’ হিসেবে আখ্যা দেন এবং দল ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রশংসা করেন।
শনিবার (১৩ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) ৫২৮তম ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সদস্যদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন কিম জং উন। ভাষণে তিনি বলেন, বিদেশে ১২০ দিনের দায়িত্ব পালনকালে সেনারা শাসক ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নির্দেশ বাস্তবায়নে বীরত্বপূর্ণ আচরণ ও সমষ্টিগত বীরত্ব প্রদর্শন করেছে।
উত্তর কোরিয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সামরিক বিমানের সিঁড়ি বেয়ে সেনারা নামছেন। হুইলচেয়ারে বসা এক সেনাকে আলিঙ্গন করেন কিম জং উন। এ সময় উপস্থিত সেনা ও কর্মকর্তারা একত্রে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
কেসিএনএ জানায়, চলতি বছরের আগস্টের শুরুতে ওই ইউনিটকে রাশিয়ায় পাঠানো হয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ ও প্রকৌশলসংক্রান্ত দায়িত্ব পালন করে। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে উত্তর কোরীয় সেনারা সহায়তা করেছে এবং বর্তমানে মাইন পরিষ্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় গত বছর উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনা রাশিয়ার পক্ষে পাঠায় বলে দাবি করে দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও পশ্চিমা সূত্রগুলো। তাদের মতে, এসব সেনার মধ্যে ছয় হাজারেরও বেশি নিহত হয়েছেন। তবে কিম জং উন জানান, এই মিশনে মাত্র ৯ জন উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। তিনি তাদের মৃত্যুকে ‘হৃদয়বিদারক ক্ষতি’ বলে উল্লেখ করেন।
নিহত সেনাদের ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’র বীর উপাধি দেওয়ার পাশাপাশি ৫২৮তম ইঞ্জিনিয়ার রেজিমেন্টকে ‘অর্ডার অব ফ্রিডম অ্যান্ড ইনডিপেনডেন্স’ পদকে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়।
কেসিএনএ আরও জানায়, শুক্রবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শীর্ষ সামরিক কর্মকর্তা, শাসক দলের নেতৃবৃন্দ, সেনাদের পরিবার ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ভাষণে কিম জং উন বলেন, সেনারা যুদ্ধ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকা পরিষ্কার করে দল ও রাষ্ট্রের প্রতি পরম আনুগত্যের প্রমাণ দিয়েছে। তিনি তাদের রাজনৈতিক আদর্শে দৃঢ়তা, শৃঙ্খলা ও ঐক্যের প্রশংসা করেন এবং এই মিশনকে সশস্ত্র বাহিনীর জন্য একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।