মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০১
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
বিজয় দিবস উপলক্ষে ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। পরে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলার আচমত আলী খান স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লের আয়োজন করা হয়। সেখানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস উদযাপন করেন প্রশাসনের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ।
কুচকাওয়াজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ ও ডিসপ্লেতে জেলার প্রায় ৩৯টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।
মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।