ভয়াবহ হামলায় পাকিস্তানে লেফটেন্যান্ট কর্নেল, মেজরসহ ১১ সেনা নিহত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১১:০২

পাকিস্তানে ভয়াবহ এক হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ও মেজরসহ ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির সামরিক জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় পরিচালিত একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান শেষে ফেরার পথে সেনা সদস্যদের বহরের ওপর হামলা চালায় ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল খারেজ’ ও নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেনা বহরের একটি গাড়ি উড়িয়ে দেয়। ওই গাড়িতে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, মেজর তায়্যব রাহাত এবং আরও নয়জন সেনা সদস্য।
আইএসপিআর জানায়, এর আগে একই অভিযানে পাকিস্তানি বাহিনীর পাল্টা আক্রমণে ১৯ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। তবে ফেরার পথে হামলায় ক্যাপ্টেন লেভেলের দুই কর্মকর্তা ও নয়জন সৈনিক শহিদ হন।
শহিদদের নাম প্রকাশ করেছে আইএসপিআর—
লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক (৩৯), মেজর তায়্যব রাহাত (৩৩), নাইব সুবেদার আজম গুল (৩৮), নায়েক আদিল হুসাইন (৩৫), নায়েক গুল আমির (৩৪), ল্যান্স নায়েক শের খান (৩১), ল্যান্স নায়েক তালিশ ফারাজ (৩২), ল্যান্স নায়েক ইরশাদ হুসাইন (৩২), সিপাহী তুফায়েল খান (২৮), সিপাহী আকিব আলি (২৩) এবং সিপাহী মোহাম্মদ জাহিদ (২৪)।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার পরপরই এলাকায় ‘স্যানিটাইজেশন অপারেশন’ শুরু হয়েছে এবং সম্ভাব্য সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান চলছে। সংস্থাটি জানায়, পাকিস্তানি সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ—ভারত-সমর্থিত সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমাদের সাহসী সেনারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। ভারত-সমর্থিত সন্ত্রাসীদের সব ষড়যন্ত্র আমরা চূর্ণ করব।”
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সেনা অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, মেজর তায়্যব রাহাত এবং তাদের সহযোদ্ধারা প্রকৃত বীর। তাদের আত্মত্যাগ জাতির ঐক্য ও দৃঢ়তার প্রতীক।”
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও শহিদ সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।