বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

ট্রাম্পের ঘোষণা

হামাস ও ইসরায়েল শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত, গাজায় হামলা অব্যাহত

ওয়াশিংটন/গাজা | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১২:৫০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছেন, হামাস ও ইসরায়েল তার ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। তবে এই ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, তিনি “অত্যন্ত গর্বের সঙ্গে” জানাচ্ছেন যে ইসরায়েল ও হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের বিষয়ে রাজি হয়েছে।

তবে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতেও ইসরায়েলি যুদ্ধবিমান গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে। আল-শাতি শরণার্থীশিবিরের অন্তত একটি বাড়িতে বিমান হামলার ছাপ পড়েছে। পাশাপাশি, গাজা নগরের দক্ষিণে সাবরা এলাকার কিছু বাড়ির কাছে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

গত মাসে ট্রাম্প ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যা কিছুটা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে হামাসের কাছ থেকে। ইসরায়েল আগেই এ পরিকল্পনা মেনে নিয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এই ঘটনায় ইসরায়েলের দাবি অনুযায়ী ১,২১৯ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এদের মধ্যে ৪৭ জন এখনও গাজায় রয়েছে, যাদের মধ্যে ২৫ জন মারা গেছেন বলে ইসরায়েলি বাহিনী জানায়। হামলার দিন থেকেই ইসরায়েলি সেনারা গাজায় নৃশংস অভিযান চালিয়ে যাচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top