রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১১:৫২

সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে, শান্তিতে এ বছরের নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

অন্যদিকে, বছরের শুরু থেকেই শান্তিতে নোবেল পুরস্কারের অন্যতম যোগ্য দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, সাতটি যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছেন। ইসরায়েল, পাকিস্তান এমনকি নরওয়ের রাজনীতিবিদরাও ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন।

নোবেল কমিটি জানায়, স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রাম করেছেন মারিয়া। রাজনৈতিক বিভাজন পেরিয়ে তিনি লাখ লাখ মানুষকে একত্রিত করেছেন। যদিও ক্ষমতাসীনরা তাঁর প্রার্থিতা আটকে দিয়েছিল, তবু তিনি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন।

নোবেল জয়ের পর মারিয়া কোরিনা মাচাদো তাঁর পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন! তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ট্রাম্পের ‘সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে’ তিনি এই পুরস্কার উৎসর্গ করছেন। তবে ট্রাম্প নোবেল না পাওয়ায় হোয়াইট হাউজ কমিটির সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top