শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

পাকিস্থানে জঙ্গি হামলায় ৭ পুলিশসহ নিহত ১২

খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৫

ছবি: সংগৃহীত

শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ায় একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে জঙ্গি হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাল্টা অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী একজন আত্মঘাতী হামলাকারীসহ কমপক্ষে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, হামলাকারীরা আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে আক্রমণ শুরু করেন। এরপর দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে বন্দুকযুদ্ধ চলে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধ দ্রুত নিরাপত্তা বাহিনীর পক্ষে ঘুরে দাঁড়ায় এবং অতিরিক্ত বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা প্রতিহত করা হয়।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হাফিজ মুহাম্মদ আদনান বলেন, “পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সফলভাবে হামলাকারীদের প্রতিহত করেছে এবং সকল জড়িত সন্ত্রাসীকে নির্মূল করেছে। হামলা শুরু হয় রাত ৮টা ৩০ মিনিটে, এবং অভিযান গভীর রাত পর্যন্ত চলেছে।”

হামলার পর ট্রমা সেন্টারে ১৩ জন আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। জনসংযোগ মহাপরিচালক জানান, “প্রশিক্ষণ স্কুলে উপস্থিত ২০০-এর বেশি পুলিশ কর্মকর্তা এবং নিয়োগপ্রাপ্তদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাসীদের কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছেন। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের সাহসিকতার প্রশংসা করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top