গাজায় ধ্বংসস্তূপ! তেল আবিবে জিম্মি মুক্তি সমাবেশ: ট্রাম্পের ভূমিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৬

গাজায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি উত্তরাঞ্চলে ফিরেছেন। কিন্তু বাড়িঘর প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত! জাতিসংঘের বিশেষ দূত বালাকৃষ্ণ রাজাগোপাল এই গণহারে বাড়ি ধ্বংসকে ‘ডোমিসাইড’ বলেছেন। তার মতে, গাজার পুনর্গঠনে লেগে যাবে কয়েক প্রজন্ম।
জাতিসংঘের হিসাবে, গাজার ৯২% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। তিনি ইসরায়েলকে অবরোধ তুলে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র দ্রুত সরবরাহের আহ্বান জানিয়েছেন। এদিকে, ইসরায়েলি বন্দীদের মুক্তির প্রত্যাশায় তেল আবিবে বিশাল সমাবেশ হয়েছে, যেখানে এসেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনার।
উইটকফ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে বলেন, ‘বন্দীরা ঘরে ফিরছেন।’ আয়োজকরা বলছেন, এটিই হয়তো শেষ সমাবেশ। ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’-এর অনুমান, এতে ৫ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।
বৃহস্পতিবারের চুক্তি অনুযায়ী, হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে ৪৮ বন্দীকে মুক্তি দিতে হবে, যা সোমবার সকাল থেকে শুরু হওয়ার কথা। এক ক্ষতিগ্রস্ত ইসরায়েলি পরিবার সদস্য আভিভ হাভরন বলেন, ‘তারা না ফিরলে আমরা নতুন করে জীবন শুরু করতে পারব না।’
অন্যদিকে, সোমবার শারম এল-শেখে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন হবে, যার লক্ষ্য পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো। ট্রাম্প, ম্যাক্রোঁ ও স্টার্মারসহ ২০টিরও বেশি দেশের নেতা এতে অংশ নেবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।