আফগান সীমান্তে পাকিস্তানের পাল্টা হামলা: ১৯ ঘাঁটি দখল, ৫০ তালেবান নিহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৩:১৩

আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে রোববার ভোরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারী অস্ত্র, আর্টিলারি, ট্যাংক ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল করেছে এবং আঙ্গুর আদ্দা সীমান্তে একটি পোস্টে জাতীয় পতাকা উত্তোলন করেছে। নিরাপত্তা সূত্রের ধারণা, অন্তত ৫০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। হামলার মুখে আফগান তালেবান যোদ্ধারা পোস্ট ছেড়ে পালিয়ে গেছে।
পাকিস্তান অভিযোগ করেছে, আফগান বাহিনী ‘খারেজি’ জঙ্গিদের সীমান্ত অতিক্রমে সহায়তা করছিল, যার উদ্দেশ্য পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই গুলিবর্ষণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি কঠোরভাবে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।
উপজাতীয় নেতারা পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছেন এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সেনাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব ও কাতার। উভয় দেশই অবিলম্বে সংযম ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে হামলা বেড়েছে। পাকিস্তান সম্প্রতি ৫ লাখ ৫০ হাজারের বেশি অবৈধ আফগান নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।