গাজার যুদ্ধবিরতি কার্যকর, সেনা প্রত্যাহার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৪:১৩

ছবি: সংগৃহীত

গাজা: ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর ইসরাইল সেনা গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে প্রত্যাহার শুরু করেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবার থেকে ‘ইয়েলো লাইন’ ক্রসিং দিয়ে সেনাদের ফিরিয়ে আনা শুরু হয়।

প্রথম ধাপের প্রত্যাহার:

  • গাজার মধ্যাঞ্চলীয় শহর: গাজার সিটির শেজাইয়া, আল তুফাহ, জেইতুন

  • দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্ব ও দক্ষিণ অংশ

আইডিএফের বরাত: অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার হবে।

বাস্তুতন্ত্রে ফেরার আনন্দ: সেনা প্রত্যাহারের পর নিজ বাসভূমিতে ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ গাজার সিটিতে ফিরে এসেছে। সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, যদিও কয়েক সপ্তাহের বোমাবর্ষণে এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও মানুষ ফিরে যাচ্ছেন।

শান্তি আলো:

  • গত মাসের শেষে ট্রাম্প ও আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠক।

  • ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা।

  • ৬-৮ অক্টোবর শারম আল-শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের আলোচনায় প্রথম ধাপ মানতে সম্মতি।

ফলাফল: ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর এবং সেনা প্রত্যাহার শুরু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top