বৃটিশ প্রধানমন্ত্রি স্টারমার-ট্রাম্প শান্তি আলোচনা পর গাজায় সাহায্য পাঠানো শুরু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৪:৫১

বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ শান্তি আলোচনার ঘোষণার পর গাজায় মানবিক সাহায্য পাঠানো শুরু হয়েছে। আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলনে উভয় নেতা অংশগ্রহণ করার পর, গাজায় ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত হয়েছে।
১০ নং ডাইনিং স্ট্রিট জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা বিরতির আলোচনা শুরু হয়েছে। সোমবার দুপুর ১২ টার মধ্যে হামাস সমস্ত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। অন্যদিকে, ইসরায়েল আশা করছে ১৭০০ বন্দি মুক্তি পাবে এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিও মুক্তি পাবে।
সদ্য প্রেরিত ত্রাণ ট্রাকগুলি মানবিক সহায়তা পৌঁছে দিতে সোমবার সকালেই রওয়ানা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।