রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ট্রাম্পের ১০০% শুল্ক হুমকি, চীন বলল: আমরা ভয় পাই না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৭:৩২

সংগৃহীত

বিশ্ব বাণিজ্যে আবারও উত্তেজনা! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চীন জানালো, তারা পিছু হটবে না। ট্রাম্পের হুমকির দুদিন পরই চীনা বাণিজ্য মন্ত্রণালয় অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে কঠোর জবাব দিয়েছে।

বেইজিং স্পষ্ট করে বলেছে, চীনের অবস্থান অবিচল। আমরা শুল্ক যুদ্ধ চাই না, তবে আমরা এর ভয়ও পাই না। ট্রাম্প এই হুমকি দেন চীনের পক্ষ থেকে বিরল মৃত্তিকা রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায়।

বিশ্বজুড়ে বিরল মৃত্তিকা খনির প্রায় ৭০ শতাংশ এবং প্রক্রিয়াকরণের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে চীন। ট্রাম্প ১ নভেম্বরের মধ্যে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন। পাল্টাপাল্টি এই পদক্ষেপে দুই নেতার সম্ভাব্য বৈঠকও ব্যাহত হতে পারে।

চীনা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, যদি মার্কিন পক্ষ একগুঁয়েমিপূর্ণভাবে তার অনুশীলনে জোর দেয়, তাহলে চীন অবশ্যই বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেবে।  চলতি বছর ট্রাম্প অনেক দেশের ওপরই শুল্ক বাড়িয়েছেন, কিন্তু চীন এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যারা কোনো ছাড় দিতে রাজি হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top