বাংলাদেশে আসছেন ড.জাকির নায়েক
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ২৩:৩৭

বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পা রাখবেন। তার এই সফরকে কেন্দ্র করে ইসলামিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ড. জাকির নায়েক। এ আয়োজনের দায়িত্বে রয়েছে ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ বিষয়টি নিশ্চিত করে জানান, “ড. জাকির নায়েক নিজেই এই অনুষ্ঠানের মূল অতিথি হবেন। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা চলছে।”
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামী ২০ অক্টোবরের পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে অনুষ্ঠানস্থল, সময়সূচি ও টিকিট প্রাপ্তির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
ড. জাকির নায়েক আন্তর্জাতিকভাবে খ্যাতিমান একজন ইসলামী চিন্তাবিদ ও বক্তা। বহু বছর ধরে তিনি বিভিন্ন দেশে ইসলামী আলোচনার মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তার বাংলাদেশ সফর মুসলিম ধর্মপ্রাণ জনগণের জন্য একটি বড় উৎসব ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেই মনে করছেন আয়োজকরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।