সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

মেক্সিকোতে ভয়াবহ বন্যা: অন্তত ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৩

ছবি: সংগৃহীত

ভেরাক্রুজসহ পাঁচ রাজ্যে ত্রাণ তৎপরতা জোরদার, প্রেসিডেন্টের আশ্বাস—“কোনো ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তা ছাড়া থাকবে না”

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (১২ অক্টোবর) মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির তথ্যমতে, প্রবল বৃষ্টিপাতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছেন নিখোঁজদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের গভর্নরদের সঙ্গে জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন। তিনি বলেন,

“কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না।”

ফেডারেল সরকারের বিশেষ টিম ইতোমধ্যেই দুর্গত এলাকায় পৌঁছেছে রাস্তা খুলে দেওয়া, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার ও ত্রাণ বিতরণে সহায়তা করতে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, হাজারও মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই মেক্সিকোর অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পাহাড়ি ঢলে ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার কারণে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এখনো অনেক এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে, ফলে মহাসড়ক, রাস্তাঘাট ও শত শত ঘরবাড়ি পানির নিচে ডুবে আছে।

সুত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top