হামাস সাত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে, রেডক্রসের মাধ্যমে হস্তান্তর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সাতজন ইসরাইলি জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-এর হাতে হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে জানায়, আইসিআরসি গাজা উপত্যকায় জিম্মিদের গ্রহণ করেছে এবং তাদের ইসরাইলি সেনা ও শিন বেত সদস্যদের উদ্দেশে রওনা দিয়েছে।
মুক্ত হওয়া সাতজনের মধ্যে রয়েছেন যমজ সন্তান গালি ও জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।
সাতজনের মুক্তির খবরের পর তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে হাজারো ইসরাইলি নাগরিক উল্লাসে ফেটে পড়েছেন। সেখানে তারা একে অপরকে কোলাকুলি করছেন, গান গাইছেন এবং ইসরাইলের পতাকা উড়াচ্ছেন।
অপরদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসে বিশাল জনতা জড়ো হচ্ছে। আশা করা হচ্ছে, শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি পৌঁছাবেন।
এর আগে বন্দি বিনিময়ের জন্য হামাস ২০ জন ইসরাইলি জিম্মির তালিকা প্রকাশ করেছিল। বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এই ২০ জন এখনো জীবিত। বিনিময়ের মাধ্যমে ইসরাইলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।