হামাস সাত ইসরায়েলি বন্দি মুক্তি দিয়েছে, আরও ১৩ বন্দি ছাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:১৪

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় হামাস আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে সাতজন ইসরায়েলি বন্দিকে হস্তান্তর করেছে। এ ছাড়া আরও ১৩ বন্দি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন। যদিও প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ শেষ ঘোষণা করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, যেখানে ইসরায়েলি কনেসেটে ভাষণ দেবেন এবং মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনুষ্ঠিত সমাবেশের সহসভাপতি হবেন।

উত্তর গাজার ক্ষতিগ্রস্ত এলাকায় ফিলিস্তিনিরা ধীরে ধীরে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরছেন। তবে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সরবরাহ এখনও সীমিত।

ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৬৭,৮০৬ মানুষ নিহত এবং ১,৭০,০৬৬ আহত হয়েছে। ৭ অক্টোবর ২০২৩ তার হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জন বন্দি হয়েছিলেন।

সূত্র: আল জাজিরা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top