দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনা: ৪২ নিহত, ৪৯ আহত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:০৯

দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলে ভয়াবহ একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪২ যাত্রী নিহত এবং আরও ৪৯ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ সোমবার (১৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে।
দুর্ঘটনা ঘটে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে, রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে লুইস ট্রিখার্ড্ট শহরের কাছে এন-ওয়ান মহাসড়কে। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, নীল রঙের বাসটি খাদের নিচে উল্টে পড়েছে। উদ্ধারকর্মীরা বাসের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন।
লিমপোপো প্রাদেশিক সরকার জানায়, উদ্ধার অভিযান গভীর রাত পর্যন্ত চলেছে। বাসটি জিম্বাবুয়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল, যাত্রীদের মধ্যে জিম্বাবুয়ে ও মালাউইয়ের নাগরিক ছিলেন। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন শিশু, ১৭ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ৩১ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এক শিশুকে হেলিকপ্টারে করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউই সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “বার্ষিক পরিবহন মাস চলাকালে এমন একটি দুর্ঘটনা আমাদের জন্য দুঃখ আরও গভীর করেছে। এই মাসে আমরা সড়ক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।”
উল্লেখ্য, গত বছরও একই প্রদেশ লিমপোপোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিলেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।