আমন্ত্রণ পেয়েও গাজা সম্মেলনে ইরান কেন যাচ্ছে না?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

গাজা সংঘাতের স্থায়ী সমাধানে মিশরের শারম আল-শেখে আজ গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন। এতে যোগ দিচ্ছেন বিশ্বনেতারা। সহ-সভাপতিত্ব করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আল-সিসি। কিন্তু আমন্ত্রণ পেয়েও এই শান্তি সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইরান। কেন এমন সিদ্ধান্ত?
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘এক্স’-এ এক পোস্টে জানিয়েছেন, যে প্রতিপক্ষ ইরানের জনগণের ওপর আক্রমণ চালিয়েছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নেতাদের সঙ্গে তারা বসতে পারেন না।
চলতি বছরের জুনে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে অভিযোগে ইসরাইল সামরিক আগ্রাসন শুরু করে। এর জবাবে ইরানও ‘ট্রু প্রমিজ থ্রি’ নামে প্রতিশোধমূলক অভিযান চালায়।
তিনি জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল এবং এখনও আছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গাজায় দখলদার ইসরাইলের গণহত্যা বন্ধ এবং তাদের সেনা প্রত্যাহারের যেকোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’য় যুক্তরাজ্যসহ ২০টির বেশি দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।