ইসরাইলি পার্লামেন্টে ট্রাম্পের বক্তব্যে তীব্র উত্তেজনা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৩

গাজায় যুদ্ধবিরতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ইসরাইলি পার্লামেন্ট (নেসেট)-এ আজ তীব্র উত্তেজনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার শান্তি পরিকল্পনার সাফল্যের কথা বলতেই পার্লামেন্টের এক সদস্য এর প্রতিবাদ জানান।
মুহূর্তেই উত্তেজনা চরম আকার নেয়। অধিবেশন পরিচালনাকারী পক্ষ থেকে বারবার উচ্চস্বরে দাবি ওঠে, দয়া করে এই নেসেট সদস্যকে অবিলম্বে হল থেকে বের করে দিন। সদস্যকে বহিষ্কার করার পর ট্রাম্প পরিস্থিতি সামলে মন্তব্য করেন, এটি খুবই কার্যকর ছিল।
প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি চুক্তিতে তার মধ্যস্থতাকারী দল, বিশেষ করে ‘স্টিভ’ এবং জ্যারেড কুশনারের ভূমিকার প্রশংসা করেন। গাজা চুক্তির শর্ত নিয়ে ইসরায়েলি রাজনীতিতে যে বিভেদ রয়েছে, নেসেটের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তারই বহিঃপ্রকাশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।