গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিয়েছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৮

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ।
দু’টি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এসব বন্দিদের। প্রথম ব্যাচে ছিলেন প্রায় ২ হাজার বন্দি, যাদের রাখা হয়েছিল পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ইসরাইলি নিয়ন্ত্রিত ‘ওফের’ কারাগারে। সোমবার দুপুরে বেশ কয়েকটি বাসে করে তারা বেইতুনিয়া শহরে পৌঁছান।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, বন্দিদের পরিবহনের দায়িত্ব পালন করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি)।
প্রথম ব্যাচের বন্দিরা পশ্চিম তীরে পৌঁছানোর কিছুক্ষণ পরই মুক্তি পায় দ্বিতীয় ব্যাচের ১ হাজার ৭১৮ ফিলিস্তিনি। তারা দক্ষিণ ইসরাইলের নাগেভ কারাগারে ছিলেন। ইসরাইলি কারা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযানের সময় যাদের আটক করা হয়েছিল, তাদের মধ্য থেকে ১ হাজার ৭১৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন।”
গাজার খান ইউনিস শহরের নাসার মেডিকেল কমপ্লেক্সে মুক্তিপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বন্দিদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে ভিড় করেন শত শত ফিলিস্তিনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।