ট্রাম্পের ঘোষণা: গাজায় যুদ্ধবিরতি, দুঃস্বপ্নের অবসান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:১২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে ‘দুঃস্বপ্নের অবসান’ হিসেবে ঘোষণা করেছেন! ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে তিনি এই চুক্তিকে ‘ঐতিহাসিক সূচনা’ বলে অভিহিত করেন। নেতানিয়াহু ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, দুই বছরের যুদ্ধের অবসান হয়েছে।
ট্রাম্প বলেন, এটি শুধু যুদ্ধের শেষ নয়, এটি সন্ত্রাসবাদের পতন এবং শান্তির শুরু। জিম্মি মুক্তি উদযাপনের জন্য ট্রাম্পকে বেন গুরিয়ন বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পার্লামেন্টে তাকে বীরের সম্মান দেওয়া হয়। তবে, ভাষণের সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে দুই সদস্যকে সরিয়ে নিতে হয়।
কিন্তু জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করেছেন: ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে! তিনি বলেছেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ। শার্ম আল-শেখে শান্তি সম্মেলনের আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। বাদশাহ ট্রাম্পের- চুক্তির বিষয়বস্তুর ভেতরেই শয়তান থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় ৬৭,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।