জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ: ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:০৪

বাদশাহ আবদুল্লাহ এবং ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় এবং না হলে পুরো অঞ্চল ধ্বংসের মুখোমুখি হবে।

মিসরের শার্ম আল-শেখে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসি প্যানোরামার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপন না করি, তাহলে আমরা ধ্বংসের মুখে পড়ব।”

বাদশাহ আবদুল্লাহ বলেন, “দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই একমাত্র সমাধান। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান না হলে আমাদের আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে।”

বর্তমান ইসরায়েলি সরকার বারবার দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বাদশাহ আবদুল্লাহ ও অন্যান্য আঞ্চলিক নেতাদের নিয়ে এই শান্তি প্রক্রিয়ার রূপরেখা তৈরি করার উদ্যোগ নিয়েছেন।

বাদশাহ আবদুল্লাহ আরও বলেন, “গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে এই প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ না থাকলে পুরো অঞ্চলের শান্তি সম্ভব নয়।”

জর্ডান ১৯৯৪ সাল থেকে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বজায় রাখছে। দেশটির জনসংখ্যার অর্ধেকের বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত। বাদশাহ আবদুল্লাহ বিশ্বাস করেন, ইতিহাস যতই কঠিন হোক, শান্তিই একমাত্র বিকল্প।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top