মিশর থেকে ‘অর্ডার অব দ্য নাইল’ পেলেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৮

মিশর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে শারম আল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য নাইল’ প্রদান করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মেলনে ২০টির বেশি দেশের নেতা ও প্রতিনিধি অংশ নেন। এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করা।
‘অর্ডার অব দ্য নাইল’ হলো খাঁটি সোনার তৈরি একটি কলার, যার উপর ফারাও যুগের নকশা খোদাই করা থাকে। এটি সমৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব ও অশুভ শক্তি থেকে সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত। শতাব্দীর বেশি সময় ধরে এটি মিসরের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে পরিচিত। এর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, জর্ডানের রাজা হুসেইন, নেলসন ম্যান্ডেলা, স্পেনের রাজা ফেলিপ-ষষ্ঠ এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারসহ কম সংখ্যক আন্তর্জাতিক নেতা এই সম্মাননা পেয়েছেন। ট্রাম্প হচ্ছেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি এই সম্মাননা পেয়েছেন।
মিশরের নোবেল বিজয়ী বিজ্ঞানী আহমেদ জুয়েইল, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাবেক মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেই, সাহিত্যিক নাগিব মাহফুজ এবং প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতও এই সম্মাননার তালিকায় রয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।