৩৫ বছর পর চবি’তে ভোট উৎসবের অপেক্ষা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:০০

দীর্ঘ ৩৫ বছরের খরা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন! আজ প্রচারণা শেষ, এখন অপেক্ষা শুধু ভোট উৎসবের। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এটিকে ছাত্রসমাজের জন্য আশার সংবাদ হিসেবে দেখছেন।
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত চাকসুর এটি হবে সপ্তম নির্বাচন। এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে ২৬টি পদ এবং ১৫টি হল সংসদে ১৪টি করে পদের জন্য ৯ শতাধিক প্রার্থী লড়ছেন।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশন ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় কোনো বিলম্ব বা জটিলতা এড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রক্টর জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, র্যাবসহ ১৪০০ কর্মী মোতায়েন করা হয়েছে।
জাকসুতে ভোট গণনায় বিলম্বের বিষয়টি মাথায় রেখে চাকসুতে ভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আশা করছেন, মাঝরাতের মধ্যেই চূড়ান্ত ফল দেওয়া সম্ভব হবে। বহু আকাঙ্ক্ষার এই নির্বাচনে জিতে কারা বসছেন চাকসুর চেয়ারে— সেই অপেক্ষায় এখন পুরো ছাত্রসমাজ!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।