আমরা কারাগারে না, কসাইখানায় ছিলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৫৮

সংগৃহীত

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা তাদের অভিজ্ঞতাকে বর্ণনা করলেন এক ভয়াবহ দুঃস্বপ্ন হিসেবে! আব্দাল্লাহ আবু রাফে নামের একজন মুক্তিপ্রাপ্ত বলেন, আমরা কসাইখানায় ছিলাম, কোনো কারাগারে না। দুর্ভাগ্যবশতা আমরা ‘ওফার কারাগার’ নামে এক কসাইখানায় ছিলাম।

মুক্ত বন্দিরা ইসরায়েলি কারাগারগুলোর করুণ চিত্র তুলে ধরেছেন। খাবারের শোচনীয় অবস্থা, গদি কেড়ে নেওয়া এবং ভয়াবহ নির্যাতনের কথা জানিয়েছেন তারা। ইয়াসিন আবু আমরা বলেন, খাবার, নির্যাতন, মারধর—সবকিছুই ভয়াবহ ছিল। আমি টানা চার দিন কিছু খাইনি।

তবে মুক্তির অনুভূতি ছিল তাদের কাছে ‘অসাধারণ’ এবং ‘বর্ণনাতীত’। সাঈদ শুবাইর বলেন, কারাবন্দী না হয়ে সূর্য দেখা—এ এক অবর্ণনীয় অনুভূতি। আমার হাত এখন শৃঙ্খলমুক্ত। স্বাধীনতার কোনো মূল্য নেই—এটি অমূল্য।

এই সপ্তাহে ইসরায়েল আজীবন কারাদণ্ড এবং দীর্ঘ কারাদণ্ড ভোগরত প্রায় ২৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। এছাড়া গাজা যুদ্ধ চলাকালে আটক হওয়া আরও প্রায় ১,৭১৮ জনকেও মুক্তি দেওয়া হয়েছে, যাদের জাতিসংঘ ‘জোরপূর্বক গুমকৃত’ ব্যক্তিদের তালিকাভুক্ত করেছিল।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top