ট্রাম্পের দাবি:

মোদী আশ্বাস দিয়েছেন, আর রাশিয়ার থেকে তেল কিনবে না - ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৬

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৫ অক্টোবর) দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। ট্রাম্প বলেন, এটি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে একঘরে করার জন্য বড় পদক্ষেপ।

ট্রাম্প অভিযোগ করেছেন যে ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা ওয়াশিংটনের উদ্বেগের কারণ, কারণ এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধে অর্থ সহায়তা করছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী তাঁর “খুব কাছের বন্ধু”, এবং ক্রমাগত কূটনৈতিক চাপের কারণে মোদী এই আশ্বাস দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক নীতিগতভাবে শক্ত হলেও বন্ধুত্বপূর্ণ। তিনি বলেছেন, এবার চিনের উপরে একই ধরনের চাপ সৃষ্টি করা হবে।

ভারত সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য আসেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top