যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তির তাগিদ দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৪

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চুক্তির মাধ্যমে রক্তপাত থামানোর তাগিদ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি জেলেনস্কিকে এই পরামর্শ দেন।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তিনি জেলেনস্কিকে বলেছেন, এখন খুনোখুনি বন্ধের সময়, আর চুক্তি করে ফেলো। উভয় পক্ষের বিজয় দাবি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এর ঠিক আগের দিন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপ করেন।
বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে, তবে জনসমক্ষে এ নিয়ে আর কথা না বলার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলেনস্কি স্পষ্ট করেন, যেকোনো যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন, যাতে ভবিষ্যতে পুতিন আবার আগ্রাসন না চালাতে পারেন। বিশ্লেষকরা মনে করেন, টমাহক ক্ষেপণাস্ত্র পেলে ইউক্রেন রাশিয়ার সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারবে, যা যুদ্ধ পরিস্থিতি পাল্টে দেবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।