শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সীমান্ত সহিংসতা: উত্তেজনার মাঝে কাতারে পাকিস্তান-আফগান বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:১২

সংগৃহীত

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলার তীব্র উত্তেজনার মধ্যে কাতারের দোহায় উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ। শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক বৈঠকে অংশ নিতে দোহা যাচ্ছেন। অন্যদিকে আফগান তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও দোহায় রওনা দিয়েছে।

এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আফগানিস্তানের অভিযোগের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতালের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন ঘরোয়া ক্রিকেটারও রয়েছেন। প্রতিশোধ হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করেছে।

তবে পাকিস্তানের দাবি, তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সহযোগী একটি সন্ত্রাসীগোষ্ঠীর ওপর ‘টার্গেটেড এয়ারস্ট্রাইক’ চালিয়েছে। সাম্প্রতিক এই সংঘর্ষে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে, আর কাতারের এই বৈঠককে উত্তেজনা প্রশমনের গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top