নেতানিয়াহু কানাডায় ঢুকলেই গ্রেপ্তার! মার্ক কার্নির কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৪:৪৬

সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এলো এক চরম দুঃসংবাদ! কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহু যদি কানাডায় প্রবেশ করেন, তবে তার সরকার কঠোরভাবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দৃঢ়ভাবে ‘হ্যাঁ’ বলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রস্তুতি নিশ্চিত করেন।

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি এই পরোয়ানা জারি করে। এর আগে, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেও ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে নির্দেশ দিয়েছিল। যদিও ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর মামলাটি স্থগিত রয়েছে।

চলতি বছরের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। কানাডার পাশাপাশি যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশও একই ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর জন্য কার্নির এই বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top