মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

ইতিহাস গড়লেন সানায়ে তাকাইচি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

সংগৃহীত

জাপানের রাজনীতিতে রচিত হলো নতুন ইতিহাস! প্রথমবারের মতো কোনো নারী হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। এটি জাপানের কঠোর পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬৫টি আসনের মধ্যে ২৩৭টি জিতে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। পরে উচ্চকক্ষেও জয় নিশ্চিত হয় তার। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হয়ে সন্ধ্যায় জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তাকাইচি।

যদিও এটি নারীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত, তবে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অনুসারী এবং ‘আয়রন লেডি’ মার্গারেট থ্যাচারের অনুরাগী হিসেবে তাকাইচির নেতৃত্বে রক্ষণশীল রাজনীতি আরও জেঁকে বসার সম্ভাবনাও রয়েছে। তিনি অ্যাবের মতো সরকারি ব্যয় বাড়ানোর পক্ষে, যার প্রভাবে ইতিমধ্যেই শেয়ারবাজারে ‘তাকাইচি ট্রেড’ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

তবে মুদ্রাস্ফীতির এই সময়ে অতিরিক্ত সরকারি ব্যয় ইয়েনকে আরও দুর্বল করতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন। এদিকে, ডানপন্থি দল জাপান ইনোভেশন পার্টির সঙ্গে তার দলের জোট তাকে সরকার পরিচালনায় অনেকটাই নিশ্চিত করে দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top