প্রথমবার ভারতীয় সিরিয়ালে বিল গেটস
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১২:০৪
আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় শো’ যেমন ‘ফ্রাসিয়ার’ এবং ‘দ্য বিগ ব্যাং থিওরি’-তে উপস্থিত থেকেও এবার মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ভারতের টেলিভিশনে অভিষেক করতে যাচ্ছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’-এর নতুন সিজনের বিশেষ তিন পর্বের একটি সিকোয়েন্সে তিনি ভিডিও কলের মাধ্যমে উপস্থিত থাকবেন।
সূত্রের খবর, বিল গেটসের সঙ্গে অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি অভিনীত মূল চরিত্র তুলসি ভিরানি-র সংলাপে গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা হবে। এই উদ্যোগের মাধ্যমে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে করা জনস্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কাজের প্রচার আরও কার্যকরভাবে হবে।
ইটাইমসের বরাত দিয়ে জানা গেছে, ভিডিও কলের মাধ্যমে শেষ হওয়া এই বিশেষ পর্বটি প্রায় তিনটি পর্ব জুড়ে চলবে এবং গল্পটি গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর কেন্দ্রিত।
একই সঙ্গে জল্পনা উঠেছে, হলিউড তারকা উইল স্মিথও ধারাবাহিকে অতিথি চরিত্রে উপস্থিত হতে পারেন। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ধারাবাহিকটির প্রতিবেদনে বলা হয়েছে, উইল স্মিথের ক্যামিও দৃশ্য মূলত মিহির ও তুলসির দাম্পত্য জীবনের পুনঃসংযোগকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে।
বিল গেটস ভারতীয় উপমহাদেশের সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক বজায় রেখেছেন। গত তিন বছরে তিনবার তিনি ভারত সফর করেছেন এবং চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে বৈঠক করেছেন। তিনি সেই সময় টুইট করে জানান, ভারতের উন্নয়ন এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর সম্ভাবনা নিয়ে আলোচনা চমৎকার হয়েছে।
উল্লেখ্য, ২৫ বছর পর গত জুলাই মাসে ধারাবাহিকটি পুনরায় প্রেক্ষাপটে এসেছে। নতুন সিজনে বডি পজিটিভিটি, নারী ক্ষমতায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।