ট্রাম্পের নতুন শুল্ক: কারণ কানাডার বিতর্কিত বিজ্ঞাপন!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩০
কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি অবাক করা কারণ: কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, এই বিতর্কের মূল অন্টারিও প্রদেশের তৈরি একটি বিজ্ঞাপন। এতে ১৯৮০-র দশকে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ভাষণের অংশ ব্যবহার করা হয়। সেই ভাষণে রিগ্যান উচ্চ শুল্ক নীতির নেতিবাচক দিকগুলো তুলে ধরেছিলেন।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন বিজ্ঞাপনটি সম্প্রচার করা 'প্রতারণার শামিল'। তাদের 'তথ্য বিকৃত করা এবং শত্রুতাপূর্ণ আচরণের' জন্য বর্তমানে আরোপিত শুল্কের ওপর আরও ১০ শতাংশ বৃদ্ধি করা হলো।
কেবল শুল্ক আরোপই নয়, এর আগে বৃহস্পতিবারই ট্রাম্প এই বিজ্ঞাপন ইস্যুকে কেন্দ্র করে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সব মিলিয়ে, রিগ্যানের পুরোনো বক্তব্যকে কেন্দ্র করে দুই মিত্র দেশের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা সৃষ্টি হলো।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।