দিল্লিতে কৃত্রিম বৃষ্টির উদ্যোগ ব্যর্থ ভারত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১২:১০
দিল্লিতে বায়ুদূষণ কমানোর উদ্দেশ্যে আইআইটি কানপুরের উদ্যোগে মঙ্গলবার কৃত্রিম বৃষ্টি ঘটানোর পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে এই ক্লাউড সিডিং পরীক্ষা ‘পুরোপুরি সফল হয়নি’, কারণ আকাশে মেঘের আর্দ্রতা খুবই কম ছিল।
আইআইটি কানপুরের পরিচালক মণীন্দ্র আগরওয়াল বলেন, “এটি কোনো জাদুকরি সমাধান নয়, বরং দূষণ মোকাবিলায় এক ধরনের জরুরি বা অস্থায়ী উদ্যোগ। বৃষ্টি না হলেও এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস আমাদের দলকে দিয়েছে।”
তাঁর কথায়, “মেঘে আর্দ্রতা মাত্র ১৫-২০ শতাংশের মধ্যে ছিল। এত কম আর্দ্রতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই খুব কম।” তিনি আরও জানান, বুধবার আরও দুটি ফ্লাইট থেকে একইভাবে পরীক্ষা চালানো হবে, এবং মেঘের উপস্থিতি থাকলে প্রক্রিয়া অব্যাহত থাকবে।
ক্লাউড সিডিংয়ে ব্যবহৃত মিশ্রণে রয়েছে ২০ শতাংশ সিলভার আয়োডাইড, বাকি অংশে রক সল্ট ও সাধারণ লবণ। মঙ্গলবার মোট ১৪টি ফ্লেয়ার ছোড়া হয়েছে।
দিল্লির স্থায়ী দূষণ সমস্যার সমাধান বিষয়ে আগরওয়াল বলেন, “না, এটি স্থায়ী সমাধান নয়। মূল লক্ষ্য হওয়া উচিত দূষণের উৎস নিয়ন্ত্রণ করা। কিন্তু দূষণের মাত্রা যখন ভয়াবহ হয়ে ওঠে, তখন এই প্রক্রিয়া সাময়িক স্বস্তি দিতে পারে।”
এক প্রতিবেদনে দিল্লি সরকার জানায়, নয়ডা ও গ্রেটার নয়ডায় ক্লাউড সিডিং পরীক্ষার ফলে আংশিক বৃষ্টির পরিমাণ রেকর্ড করা গেছে। নয়ডায় বিকেল ৪টার দিকে ০.১ মিলিমিটার এবং গ্রেটার নয়ডায় একই সময়ে তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।