মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

রণতরীতে সেনাদের সামনে ট্রাম্পের নাচ, জাপানকে দৃঢ় বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:৩৮

সংগৃহীত

মালয়েশিয়ার পর এবার জাপানে! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশের নৌ সেনাদের সামনে নাচলেন। গানের তালে তালে নেচে তিনি মাতিয়ে দিলেন পরিবেশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) জাপান সফরে, ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীতে। সেখানে নৌ সেনাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পরই শুরু হয় নাচ।

সেই সময় রণতরীতে বাজছিল জনপ্রিয় গান ‘সুইট ক্যারোলিন’ এবং ‘পার্টি ইন দ্য ইউএসএ’।এর আগে ট্রাম্পের এই সফরে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার বৈঠক হয়। ট্রাম্প জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের মধ্যে অন্যতম বলে ঘোষণা করেন।

ট্রাম্প প্রধানমন্ত্রী তাকাইচিকে বন্ধুত্বপূর্ণ আশ্বাস দিয়ে বলেন, "যদি কখনও কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো উপকারের প্রয়োজন পড়ে— এমন কিছু যা আমাদের পক্ষে করা সম্ভব— সেক্ষেত্রে আপনি সবসময় আমাদের আপনার পাশে পাবেন।

বৈঠক শেষে দুই নেতা জাপানের বিরল খনিজ উপাদান ক্রয় এবং যুক্তরাষ্ট্র থেকে ফোর্ড এফ ১৫০ ট্রাক ক্রয় সংক্রান্ত দুটি চুক্তিতে স্বাক্ষর করেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-জাপানের বন্ধুত্ব এক নতুন যুগে প্রবেশ করেছে। নাচ এবং কূটনীতি, দুইয়ে মিলেই জমজমাট প্রেসিডেন্ট ট্রাম্পের জাপান সফর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top