মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের নতুন হামলা, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩৮

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় নতুন করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা দুই দিন ধরে উত্তর গাজায় ভয়াবহ হামলা চালানো হচ্ছে। বুধবারও দখলদার বাহিনীর বিমান হামলায় কেঁপে ওঠে উপত্যকাটি, আর আজ বৃহস্পতিবারও হামলার আশঙ্কা করা হচ্ছে।

আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা একটি “অস্ত্র মজুত স্থান” লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা নাকি তাদের সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল।

এই হামলা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিতে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। গত ১০ অক্টোবর কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির পরও বারবার বোমাবর্ষণের ঘটনা ঘটছে।

এর আগে মঙ্গলবার রাতে চালানো ইসরায়েলি বোমাবর্ষণে ভয়াবহ ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। দক্ষিণ গাজার রাফা এলাকায় একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত হামলায় অন্তত ১০৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় হামাসের এক জ্যেষ্ঠ যোদ্ধা নিহত হয়েছে। তবে হামলার মাত্রা ও সময়সূচি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। বুধবার দুপুরে ইসরায়েল জানায়, তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করবে; কিন্তু একই সময় গাজায় নতুন করে বোমা বর্ষণ শুরু হয়।

গাজার বহু এলাকায় এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে অসংখ্য মানুষ। উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলছেন, অনেক জায়গায় প্রবেশ করাও সম্ভব হচ্ছে না ধারাবাহিক বিমান হামলার কারণে।

ফলে গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে—যেখানে যুদ্ধবিরতি এখন শুধুই নামমাত্র একটি কাগুজে চুক্তি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top