ট্রাম্প-শি’র গুরুত্বপূর্ণ বৈঠক: বাণিজ্য চুক্তির আগে প্রশংসায় মাতলেন দুই নেতা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৫:১২
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির প্রধান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসানে।এই বৈঠকে তাদের আলোচনার মূল বিষয়— দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি। তবে আলোচনার শুরুতে দুই নেতাই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, 'পার্থক্য থাকা সত্ত্বেও দুই নেতার উচিত সম্পর্কের সঠিক দিক বজায় রাখা এবং চীন-মার্কিন সম্পর্কের "বৃহৎ জাহাজটি" স্থিতিশীলভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করা।'শি জিনপিং বিশেষভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তির সাক্ষী হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে, ট্রাম্পও তার 'বন্ধু' শি জিনপিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। মার্কিন প্রেসিডেন্ট শি-কে 'বিশিষ্ট ও সম্মানিত' এবং 'একটি মহান দেশের মহান নেতা' হিসেবে প্রশংসা করেছেন।বিশ্বের দুই পরাশক্তির এই গুরুত্বপূর্ণ আলোচনা বাণিজ্য চুক্তির পথ কতটা মসৃণ করে, সেদিকে নজর রাখছে সবাই।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।