বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ক্ষমতাচ্যুত অলির দলের প্রতিনিধিদের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৩১

সংগৃহীত

গত মাসে দুর্নীতিবিরোধী বিক্ষোভ ও সরকারের পতনের পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সুশীলা কার্কি প্রথমবারের মতো দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও জেন-জি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্ট) প্রতিনিধি দলও অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রী কার্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, “সংলাপের অভাবের অবসান ঘটিয়ে আমরা সহযোগিতা ও আস্থার পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি।” বৈঠকটি মূলত আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক আস্থা পুনঃস্থাপন এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করার উদ্দেশ্যে আয়োজিত হয়।

সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ৭৩ জন নিহত হয়েছিল এবং পার্লামেন্ট, আদালত ও সরকারি অফিসে আগুন দেওয়া হয়েছিল। এই অস্থিতিশীলতা দেশটির নড়বড়ে অর্থনীতিকে চরম প্রভাবিত করেছে। নেপালের জনসংখ্যা প্রায় তিন কোটি এবং দেশটির ৮২ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে কাজ করে। ২০২৪ সালে দেশটির মাথাপিছু জিডিপি ছিল মাত্র ১,৪৪৭ ডলার।

প্রধানমন্ত্রী কার্কি নিশ্চিত করেছেন যে, অবাধ, নিরাপদ ও সময়মতো নির্বাচন আয়োজনের পাশাপাশি দেশটিতে আইনশৃঙ্খলা ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় সব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। বৈঠকের পর যোগাযোগমন্ত্রী জগদীশ খারেল বলেন, এটি ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং নির্বাচনের জন্য আস্থার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করেছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top