আমার সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে: শাবনূর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৩:৩৫
ঢাকাই চলচ্চিত্রের সাড়া জাগানো নায়িকা শাবনূর সম্প্রতি তার পরবর্তী সিনেমা ‘রঙ্গনা’-র অসম্পূর্ণ শুটিং ফুটেজ ইউটিউবে প্রকাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘ দিন অস্ট্রেলিয়ায় বসবাস করা এই অভিনেত্রী কয়েক বছর পরপর দেশে ফিরে শুটিংয়ের অংশগ্রহণ করতেন।
শাবনূর সামাজিকমাধ্যমে লিখেছেন, “আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব দিন দিন বেড়েই চলেছে। দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের অভাবে মানসম্মত সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। অনেকে শিল্পের মূল্য না বুঝে সহজ পথ বেছে নিচ্ছেন, ফলে নষ্ট হচ্ছে চলচ্চিত্রের মান, আর শিল্পীরা হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান।”
তিনি জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘রঙ্গনা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয় এবং শুটিং শুরু হলেও নানা জটিলতার কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি। “প্রযোজকের সঙ্গে আমার কথাবার্তা ছিল, দেশে ফিরে বাকি অংশের শুটিং শেষ করে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু হঠাৎ অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশিত হয়েছে। আমি বড় পর্দার অভিনেত্রী, আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম, কখনই এতে অংশ নিতাম না।”
শাবনূর আরও বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্যও দুঃখজনক ঘটনা। ভক্তদের সমর্থন ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
‘রঙ্গনা’-র শুটিং এখনও অসম্পূর্ণ। পরিচালক আর প্রযোজক পক্ষের সঙ্গে শাবনূরের চলমান বিরোধ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।