মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

ভারতে আবারও ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৭

ছবি: সংগৃহীত

ভারতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে গুজরাটের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভোরে গুজরাটের রাজধানী গান্ধীনগর কেঁপে ওঠে। গুজরাটের একটি গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, সোমবার ভোরে সৌরাষ্ট্র অঞ্চলে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তালালা, সৌরাষ্ট্র থেকে ১৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে, স্থানাঙ্ক: ২১.১৮৮° উত্তর অক্ষাংশ, ৭০.৫৪৬° পূর্ব দ্রাঘিমাংশ। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে পরপর দুই দিন কেঁপে উঠেছিল পাকিস্তান। এরপর পরপর দুই দিন ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে কেঁপে ওঠে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল। এবার সোমবার ভোরে আবারও কম্পন অনুভূত হলো গুজরাটে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top